নেত্রকোনা সদর আওয়ামী লীগের নতুন কমিটির উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
এতে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী উপস্থিত ছিলেন। ইফতার পূর্ববর্তী মতবিনিময় সভায় উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান মানিক সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান ও জেলা আওয়ামী লীগের সদস্য ড. দিপায়ন সরকার দ্বীপ।
এ সময় সাংবাদিকদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে প্রতিজ্ঞাবদ্ধ হন তারা। বক্তারা বলেন, দেশের এবং সমাজের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করকে হবে। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার শুরু হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর