বিএনপির সাংস্কৃতিক ফ্রন্ট ‘জাসাস’ (জাতীয়তাবাদি সামাজিক-সাংস্কৃতিক সংস্থা)’র যুক্তরাষ্ট্র শাখার নয়া কমিটির পরিচিতি সভা উপলক্ষে ৩০ এপ্রিল সন্ধ্যায় বিএনপি পরিবারের যেন মিলনমেলা বসেছিল। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ইফতার-পূর্ব এ অনুষ্ঠানে অংশগ্রহণকারি সকলেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সুরক্ষায় একযোগে কাজের সংকল্প ব্যক্ত করেন।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে যুক্তরাষ্ট্র জাসাসের নয়া কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, গিয়াসউদ্দিন, নিয়াজ আহমেদ জুয়েল, কাজী আজম, ফিরোজ আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্জ মাহফুজুল মাওলা নান্নু, জাসাসের সদ্য-বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ্ব আবু তাহের, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুবনেতা সৈয়দ এম রেজা, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, মহিলা দলের নেতা সৈয়দা মাহমুদা শিরিন, জাসাস নেতা জাবেদ আহমেদ, আনোয়ার হোসেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা শাহাদৎ হোসেন রাজু প্রমুখ বক্তব্য রাখেন।
নবগঠিত যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েমের সভাপতিত্বে এবং সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দির সঞ্চালনায় এ অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে জাসাসের কেন্দ্রীয় সদস্য-সচিব জাকির হোসেন রুকনও বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/হিমেল