১৯ মে, ২০২২ ২১:৫০

চাঁদপুরে বোরো ধান সংগ্রহ শুরু

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে বোরো ধান সংগ্রহ শুরু

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, কৃষি নির্ভর অর্থনীতিতে আমরা যদি কৃষকদের সহযোগিতা না করি, তাদের উৎপাদন প্রক্রিয়ায় আমাদের সহযোগিতা না থাকে, তাহলে জমির যে উপযুক্ত ব্যবহার সেটা সঠিকভাবে করতে পারবে না। আমাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে ঘরে তুলতে পারবে না। এজন্য সরকার কৃষকদেরকে সার্বিকভাবে সহায়তা করছে। বাজারে অনেক সময় কৃষক তার পণ্য সঠিক দামে বিক্রি করতে পারে না। যেকারণে সরকার কৃষকদের উৎপাদিত ধান ও চাল সঠিক মূল্যে বিক্রি করার ব্যবস্থা করে। যাতে করে কৃষকরা ন্যয্য মূল্য পায়।

বৃহস্পতিবার দুপুরে জেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চলনায় জেলা খাদ্য পরিদর্শক আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বোরো সংগ্রহের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। 

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: শাহ জামাল, জেলা খাদ্য গুদামের ম্যানেজার রবিন্দ্র লাল চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জালাল উদ্দিন, এনএসআই উপ-পরিচালক মো: মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কৃষক প্রতিনিধি কাউন্সিলর মো. আলমগীর গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর