সিরাজগঞ্জে ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএফএফএএফসি লাইসেন্স কোচের কোর্স সফলতার সাথে সম্পূর্ণ করায় সৈকত হোসেন ও মাহবুব আলম পিয়ারকে এই সংবর্ধনা দেয়া হয়।
তাদের বিশেষ ভাবে অভিনন্দন জানিয়েছে কিংবদন্তী সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান হিল্টন বলেন, তৃণমূল ফুটবল উন্নয়নের জন্য জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সিরাজগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এনামুল আহমেদ রতন, মোঃ জাহাঙ্গীর আলম, হাসান শফিক বেল্লালসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন