বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটি গঠনের ৮ মাস পর মঙ্গলবার সকাল ১১টায় নগরীর ডিসি ঘাট সংলগ্ন রিভার ভিউ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠনের আয়োজন করা হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদ উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, সদস্য সচিব আক্তার হোসেন মেবুল, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ অন্যান্যরা।
২০২১ সালের ৩ নভেম্বর এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এএম