সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুক হজ যাত্রীদের নিয়ে জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর হাজি ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার শহরের কাচারিপাড়া জামে মসজিদে হজ প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের সভাপতি আলহাজ আব্দুল রেজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলহাজ মো. আব্দুর রাজ্জাক, হাজি ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সোহরাব হোসেন বাবুল, সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম জুলহাস, প্রশিক্ষক আলহাজ মুফতি মো. আব্দুল্লাহ প্রমুখ। হজ প্রশিক্ষণ কর্মশালায় ৩শ ৫০ জন পুরুষ এবং ১শ ৫০ জন নারী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ