ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযোদ্ধার ছেলে ব্যবসায়ী বাবু মোল্লা হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম হায়দার মোল্লা (২৮)। সে পেশায় ভ্যানরিক্সা চালক। হায়দার মোল্লা নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চরছাগলদী গ্রামের আতিক মোল্লার ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, মঙ্গলবার ভোরে চরছাগলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী এবং কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত জিল্লু মোল্লাার ছেলে বাবু মোল্লাকে (৩৫) ২৮ মে দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কুপিয়ে, পিটিয়ে এবং হাত পায়ের রগ কেটে, শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে নৃসংশভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
রাতে বাবু মোল্লা নগরকান্দা বাজার থেকে দোকান বন্ধ করে চর ছাগলদী গ্রামের বাড়ীতে ফিরছিলেন। নগরকান্দা পৌর এলাকার নগরকান্দা-চর ছাগলদী সড়কের পরিত্যাক্ত ইট ভাটার সামনে পৌছালে বাবু মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় দুর্বত্তরা। রাতে ঢাকায় নেবার পথে মারা যায় বাবু।
বাবু মোল্লার চাচাতো ভাই জাকির মোল্লা ও আমির মোল্লার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড হয় বলে জানিয়েছে নিহতের স্বজনেরা।
বিডি প্রতিদিন/এএ