সরকার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফরমায়েশি ইতিহাস লিখছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নওগাঁর পত্নীতলার নজিপুর পৌরসভার সরদারপাড়ায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকছেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব দলের সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট।
আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থদের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ