দারিদ্র বিমোচন ও গ্রামীণ নারীদের আয়ের পথ সৃষ্টি করতে দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ) এর পক্ষ থেকে এ কার্যক্রম হাতে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের হাজারবিঘা স্কুল মাঠে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. নুরুল্লাহ মো. আহসান, বিএফএফের পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, এনজিও ব্যক্তিত্ব হাফিজুর রহমান। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় দরিদ্র ৬টি পরিবারের মাঝে বকনা বাছুর বিনামূল্যে প্রদান করা হয়। এসময় উপজেলার শতাধিক গ্রাম পর্যায়ের নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ