দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাক্টর চাপায় লিমন হোসেন নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। নিহত লিমন হোসেন বিরামপুর উপজেলার কাদিপুর গ্রামের মৃত মাসুদ রানা বকুলের ছেলে। লিমন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স ৩য় সেমিস্টারের ছাত্র। মঙ্গলবার দুপুরে বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের শকুনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে বিরামপুর নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নবাবগঞ্জ উপজেলায় যাওয়ার পথে শওগুনখোলা নামক স্থানে গরুর সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এসময় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ