মানিকগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী লোকজ ও শিল্প মেলা। আজ বিকেলে মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহীউদ্দীন, সহসভাপতি ও পৌর মেয়র মোঃ রমজান আলী, সহসভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান। জেলা পুলিশ আয়োজিত মেলায় বিভিন্ন পণ্যের নান্দনিক স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন থাকছে লোকজ সঙ্গীত। নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা।
বিডি প্রতিদিন/এএ