দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অভিযান চালিয়ে এক ক্লিনিককে সাময়িক বন্ধসহ চার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাকেরহাটে অবস্থিত এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবির, মেডিকেল অফিসার মোস্তাসিম তাহমিদ ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, নানা অনিয়ম পাওয়ায় একটি ক্লিনিককে অনির্দিষ্টিকালের জন্য বন্ধসহ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিকদের জরিমানা করে সতর্ক করা হয়েছে। তাদের রেজিস্ট্রেশন নবায়ন ও অন্যান্য কাগজপত্রের ত্রুটি থাকায় তা নবায়ন করার জন্য এক মাসের সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে নবায়ন না করলে, এগুলো বন্ধ করে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই