বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সদরের ২০ শয্যা হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম মেশিন কেনার জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নগদ টাকাসহ ব্লাড প্রেসার মেশিন, ব্লাড সুগার মেশিনসহ আরও অন্যান্য সামগ্রী প্রদান করেছেন কাহালু-নন্দীগ্রাম (বগুড়া ০৪) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।
আজ মঙ্গলবার নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী নন্দীগ্রাম হাসপাতালের প্রধান ইউএইচএফও ডা. তোফাজ্জল হোসেনের নিকট হস্তান্তর করা হয়।
সংসদ সদস্য মোশারফ হোসেন পরে নেতাকর্মীদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফা নুসরাত, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু দুলাল চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, হাসপাতালের এমআরও ডা. শওকত জামিল, ডা. আহসান হাবিব, ফার্মাসিস্ট দীপক, আলহাজ্ব ইউনুস আলী, বিএনপি নেতা আলাউদ্দিন সরকার, বেলায়েত হোসেন আদর, আব্দুল হাকিম, আলেকজান্ডার, সুমন, গোলাম, এল আর, মাহবুব, জলিল, রুবেল, কালাম, রাব্বানী, শাহীন, তারেক, পলিন, নুরুন্নবী, রাব্বি, শাকিল প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত