কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে একজন ছিনতাইকারীকে আটক করেছে। কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তির নাম নুরুল আলম (২৫)। তিনি টেকনাফের টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মৃত ইউনুছের ছেলে।
জানা যায়, সোমবার ভোররাতে র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানাধীন দক্ষিণ লেঙ্গুরবিল গ্রামের লেঙ্গুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কতিপয় অপরাধী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য ঘোরাফেরা করছে। তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।
তখন উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই