“জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” স্লোগানে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও শুরু হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। বুধবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। পরে একই স্থান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াসাদ উদ্দীনসহ জনশুমারি ও গৃহগণনা কাজের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে আগামী ২১ জুন পর্যন্ত প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে একযোগে জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম পরিচালিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল