জয়পুরহাটের আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৯টা থেকে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচন অফিস সূত্র জানায়, আওলাই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬৫৫ জন। মোট ভোটকেন্দ্র ৯টি। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। সংরক্ষিত সদস্য পদে ১৪ জন নারী এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ৩২ জন পুরুষ প্রার্থী।
এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছে।
জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কালাম