প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে। বুধবার সদর উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকতা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
কর্মশালায় ভিশন ২০২১ এর অভিজ্ঞতার আলোকে ২০৪১ বাস্তবায়নে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, পরিবেশ সুরক্ষা, বিনিয়াগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, ডিজিটাল বাংলাদেশ এবং পল্লী সঞ্চয় ব্যাংক এর মাধ্যমে অধিকতর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ প্রণয়ন করা হয়।
কর্মশালায় উপজেলা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান, প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা