নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। উপজেলা মোগরাপাড়া ইউনিয়নে গরম উপেক্ষা করেই সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়াগ করছেন। নির্বাচনে এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ২৩৪টি।
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ইউপিতে দ্বায়িত্ব পালন করছেন পুলিশ ও আনসার সদস্য। এছাড়াও র্যাব সদস্য, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক টহল দিচ্ছেন। মোগরাপাড়া ইউনিয়নে ১২ কেন্দ্রে ৭০টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল