ফেনী শহরে একটি বাসা থেকে ৭ হাজার আমদানি নিষিদ্ধ ট্যাবলেটসহ মো. আল মামুন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মামুন নোয়াখালীর চরজব্বর থানার চর ক্লার্ক ইউনিয়নের বাবুলের বাড়ির মৃত আবু নাছেরের ছেলে।
পুলিশের উপ-পরিদর্শক মো. মোতাব্বির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডের চাড়িপুরের হাজারী রোডস্থ জামাল উদ্দিন মৃধা বাড়ির একটি ভাড়াবাসায় তারা অভিযান চালান। এসময় সে বাসার খাট থেকে প্লাস্টিক মোড়ানো অবস্থায় আমদানি নিষিদ্ধ ৭ হাজার ট্যাবলেট জব্দ করা হয় এবং মামুনকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মামুনকে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, ট্যাবলেট গুলো আমদানি নিষিদ্ধ। ইয়াবা সেবনের আগেও পরে ট্যাবলেটগুলো ব্যাবহার করা হয়।
বিডি প্রতিদিন/এএম