উখিয়া উপজেলার বালুখালীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে আব্দুর রহিম নামে (১৫) এক স্কুলপড়ুয়া কিশোরের মৃত্যু হয়েছে।আজ বুধবার দুপুর ১২টার দিকে বালুখালী পুরাতন বাজার জামে মসজিদের পুকুরে এ ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রহিম বালুখালী ১নং ওয়ার্ড পশ্চিম পাড়ার শামসুল আলমের ছেলে। সে বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুর রহিম তার বন্ধুদের সাথে আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে নামে পুকুরে। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। পরে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন জানান, আব্দুর রহিম আমার বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বিদ্যালয় সংলগ্ন মসজিদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর