বরিশালের উজিরপুর উপজেলায় ২টি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার দক্ষিণ বড়াকোঠা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ রেজাউল করিম ফকিরকে (৪০) আটক করে তারা। আটক করিম একই গ্রামের মৃত হাসেম ফকিরের ছেলে।
এ ঘটনায় র্যাবের ডিএডি আনছার আলী বাদী হয়ে ওই রাতেই উজিরপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৮।
বিডি প্রতিদিন/এএ