ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় অতিদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ-উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী জেলার ৯টি উপজেলার ৫২ হাজার ৫৩২টি পরিবারে মাঝে এই চাল বিতরণ করা হয়।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মাহবুব আলম জানান, ২০২২-২৩ অর্থ বছরের ঈদ-উল আযহা উপলক্ষে জেলার ৯টি উপজেলা এবং ৫টি পৌরসভার ৫২ হাজার ৫৩২টি পরিবারে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এর মধ্যে জেলার আখাউড়া উপজেলায় ১ হাজার ৮১২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২ হাজার ৮২৮জন, বিজয়নগর উপজেলায় ৭ হাজার ৫৭৭ জন, সদর উপজেলায় ৭ হাজার ২৩৩ জন, আশুগঞ্জ উপজেলায় ৩ হাজার ১৭৫ জন, কসবা উপজেলায় ৩ হাজার ৭০৯ জন, নবীনগর উপজেলায় ৫ হাজার ৬৪৮ জন, নাসিরনগর উপজেলায় ১৩ হাজার ২১২ জন ও সরাইল উপজেলায় ৭ হাজার ৩৩৮ জন এই চাল পেয়েছেন।
বিডি প্রতিদিন/এএ