জয়পুরহাটের আক্কেলপুরে হলহলিয়ায় তুলসীগঙ্গা নদীতে নিখোঁজ সেই ট্রেন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, গতকাল রবিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহার রেলসেতুতে ধাক্কায় লেগে মেহদী হাসান (১৭) নামের ওই ট্রেন যাত্রী তুলসীগঙ্গা নদীতে নিখোঁজ হন। স্থানীয় লোকজন রেলসেতুর গার্ডারে একটি বিচ্ছিন্ন হাত, মানিব্যাগ ও মুঠোফোন দেখতে পান। তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নদীতে নিখোঁজ কিশোরের সন্ধানে অভিযান শুরু করে। ১৪ ঘন্টা পর আজ সোমবার সকালে তুলসীগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার উপপরির্দশক দেলোয়ার হোসেন নিহত কিশোরের পরিচয় নিশ্চিত করেছেন।
মেহেদী হাসান পঞ্চগড় সদর উপজেলার বাতুভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম হাবিবুল হাসান জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তুলসীগঙ্গা নদীর ঘটনাস্থলের আশপাশে খোঁজ শুরু করে। খোঁজ না পাওয়ায় রাত ১০টার দিকে অভিযান স্থগিত করা হয়। সোমবার(১৮ জুলাই) সকাল সাড়ে ৮টা দিকে রেলসেতুর নদী থেকে লাশটি উদ্ধার হয়।
বিডি প্রতিদিন/নাজমুল