আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের সুকুমার কারবারি পাড়ায় আঞ্চলিক দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষে উত্তম ত্রিপুরা (২৫) নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। আহতের নাম চিগনচিজি চাকমা (২৪)।
আজ সোমবার তাইন্দং ইউনিয়নের দুর্গম সুকুমার কারবারি পাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) এবং ইউপিডিএফ গণতান্ত্রিক এর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ২৩ বিজিবি যামিনীপাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ টি বিদেশি অস্ত্র ও ১৩টি গুলিসহ লাশ উদ্ধার করে। আহত অপর জন পালিয়ে গেছে।
মাটিরাঙ্গা পুলিশ জানিয়েছে নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিহত যুবক উত্তম কুমার তাদের সমর্থক। আহত চিগনচিজি চাকমাও (২৪) তাদের কর্মী ।
খবর পেয়ে বিজিবি যামিনী পাড়া জোন অধিনায়ক ল্যাফটেন্ট কর্ণেল এবিএম জাহিদুল করিমের নেতৃত্বে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে-২২ রাইফেল, তিন রাউন্ড তাজা গুলি, ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে।
বিডি প্রতিদিন/নাজমুল