গাজীপুরের কালিয়াকৈরের বোডমিল (মুন্সীর টেক) এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামুন হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক মামুন জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থানার দেওয়ানগঞ্জ এলাকায় রমজান আলীর ছেলে। সে উপজেলার বোডমিল মুন্সীর টেক এলাকার হাজী আমান উল্লাহ বাসার ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বোডমিল মুন্সীর টেক এলাকায় রবিবার রাতে পাশের বাসার এক ব্যক্তির মেয়েকে ( ৬) মোবাইল দেখানোর কথা বলে ওই শিশুকে ধর্ষণের চেষ্টার করে। পরে ওই শিশু তার বাবা মা’র কাছে বিষয়টি বলেন। তার শরীরের বিভিন্ন স্থানে চিহ্ন রয়েছে।
শিশুটির বাবা এলাকায় বিভিন্ন মাতব্বরে কাছে বললে তারা সোমবার সকালে মামুন হোসেন নামে ওই যুবককে আটক করে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই যুবক কে আটক করে পুলিশ।
কালিয়াকৈর থানার এসআই ইয়াকুব হোসেন জানান, ওই যুবককে আটক করা হয়েছে। ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল