দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নবাবগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অন্য আরেকটি ট্রাকের ধাক্কায় মিতুল হাওলাদার (২৩) নামের এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছে। অপর ঘটনায় বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মো. জাকির হোসেন সুজন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার মতিহারা বাজারের পাশে ঈদগাহ মাঠের কাছে এবং অপরটি দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউপির বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের মহুগাও বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের সহকারী মিতুল হাওলাদার (২৩) যশোর জেলার বাঘাপাড়া থানার বসুনিয়া গ্রামের ইব্রাহীম হাওলাদারের ছেলে এবং অপরজন নিহত মো. জাকির হোসেন সুজন (২২) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মো. মাজেদ ইসলামের ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে নবাবগঞ্জে সার বোঝায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে দিনাজপুরগামী অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালকের সহকারী মিতুল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ পুলিশ হেফাজতে।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশন অফিসার মো. মেরাজ আলী জানান, মোটারসাইকেল নিয়ে নিজ বাড়ি হতে বীরগঞ্জে আসছিলেন মো. জাকির হোসেন সুজন। পথে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের মহুগাও বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই প্রায় হারান। বীরগঞ্জ থানার এসআই কাওসার সজল বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম