লক্ষ্মীপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সম্প্রসারণ ও বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় ও পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এর আয়োজনে দরিত্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে সোমবার জেলা প্রশাসকের সভা কক্ষে এ কর্মশালা অনষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডা. মো. শাহাদাত হোসেন মাহমুদ।
ড. মো. নুরুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, ড. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ড. আহমেদ কবির, ড. মো. শাহাদাত হোসেন মাহমুদ প্রমুখ। এছাড়া কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্তা ব্যক্তিরা অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) নামে অগ্রাধিকার ভিত্তিতে দারিদ্রসীমার নীচে বসবাসকারী জনগণের জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর জন্য হাসপাতাল ভিত্তিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সেবার ব্যায় হ্রাস ও সেবা গ্রহণের আর্থিক প্রতিবন্ধকতা দূরীকরণ, স্বাস্থ্যখাতে দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির জন্য রোগী ও চিকিৎসার জন্য ভিত্তিতে অর্থ বরাদ্দের নিয়ম চালু করা।
প্রসঙ্গত, এসএসকে প্রকল্পটি টাঙ্গাইল জেলায় সফলতা পাওয়ায় দেশের আরো ৬টি জেলায় (বরগুনা-বরিশাল, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, লালমনিহাট ও কুড়িগ্রাম) সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পর্যায়ক্রমে পুরোদেশে এ কার্যক্রম চালু করা হবে বলে জানান বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল