শরীয়তপুরে ছয়টি চোরাই মোটরসাইকেল ও একটি অটো রিক্সাসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছেন শরীয়তপুর জেলা পুলিশ।
আজ সোমবার শরীয়তপুর পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করেছেন শরীয়তপুর পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। এ সময় তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল এস এম মিজানুর রহমান ও অফিসার ইনচার্জ নড়িয়া থানার মাহবুব আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন।
মোটরসাইকেল চুরি মামলার চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেফতার করেন। অভিযান পরিচালনাকালে শরীয়তপুর জেলার পালং থানা, নড়িয়া থানা, এলাকা হতে তিনটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও একটি অটো রিক্সা সহ পাঁচ জনকে আটক করেন। আসামিদের আদালতে প্রেয়ন করেছেন পুলিশ। আন্তঃজেলা চোরদের দুই সপ্তাহ রিমান্ড চাইবেন বলে জানানো হয়।
এরমধ্যে মোহাম্মদ আব্বাস বেপারীর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, বিস্ফোরক আইন, মাদকসহ বিভিন্ন থানায় ১৮ টি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার। অন্যান্য আসামিদের একাধিক মামলা রয়েছে। তারা হলেন, দুলাল খাঁ, পিতা মজিদ খা বাড়ি ভেদরগঞ্জ, স্বপন মাদবর পোড়াগাছা, নড়িয়া, দবির তালুকদার বিনোদপুর কাজীকান্দি পালং থানা, মোহাম্মদ খায়রুল সানকিপুর হাওলাদার বাড়ি, দশমিনা পটুয়াখালী।
পুলিশ সুপার আরো বলেন, ছদ্মবেশে বিভিন্ন বাড়ি গিয়ে আগে ভাগেই খোঁজ খবর নিয়ে চুরি করেন।
বিডি প্রতিদিন/নাজমুল