চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জমশেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন- সদর উপজেলঅর চারবাগডাঙ্গা ইউনিয়নের বাথানপাড়া গ্রামের ইসরাফিল ও মোশারফ।
এ ঘটনায় নিহত জমশেদ আলীর ছেলে রুবেল বাদী হয়ে ২৫ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথানপাড়া গ্রামের মৃত উমেদ আলীর ছেলে জমশেদ আলী গুরুতর আহত হন এবং রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিডি প্রতিদিন/এএম