বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামে বাল্যবিয়ে এবং নকল নিবন্ধন ফর্মের মাধ্যমে জালিয়াতি করার অপরাধে মিজানুর রহমান (৩১) নামে একজন ভুয়া বিবাহ নিবন্ধক কাজীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমান আদালত।
১৭ জুলাই মধ্যরাতে বাল্যবিয়ে সম্পাদন করায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।
ভুয়া কাজী মিজানুর রহমান বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের আমির আলী শেখের ছেলে। দণ্ডপ্রাপ্ত ভুয়া কাজীকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত ভুয়া কাজি মিজানুর রহমান নকল বিবাহ নিবন্ধন ফরম ব্যবহার করে বাল্যবিয়ে সম্পাদন করেন। ১৭ই জুলাই মধ্যরাতে এমন খররের ভিত্তিতে নকল নিবন্ধন ফরমের মাধ্যমে জালিয়াতি করে একই এলাকার ৮ম শ্রেণির ১৪ বছর বয়সি এক কিশোরীর বল্যবিয়ে সম্পাদন করার বিষয়টি আমরা হাতে-নাতে ধরে ফেলি। এসময়ে তার কাছে ৫০টি বিয়ে সম্পাদনের পূরণকৃত নকল ফরমও পাওয়া যায়। অভিযুক্ত ভুয়া কাজি মিজানুর রহমান সব অপরাধ স্বীকার করার বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর আওতায় দোষী সাব্যস্ত তাকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল