কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে জুনায়েদ (৮) ও রিহান (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূরমানিকচর গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ওই গ্রামের আবু কালামের ছেলে এবং রিহান একই বাড়ির মুমিন মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই। উভয়ই নূরমানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত।
ওই বাড়ির বাসিন্দা মনির হোসেন জানান, শিশু দুইটি বিদ্যালয় থেকে ফিরে বাড়ির সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। শিশু জুনায়েদ পানিতে ডুবে যায় এসময় তাকে উদ্ধার করতে গিয়ে রিহানও ডুবে যায়। তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইন-চার্জ কমল কৃষ্ণ ধর জানান, শুনেছি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু দুটিকে পাঠানো হয়েছে। খবর নিয়ে বিস্তারিত বলতে পারবো।
বিডি প্রতিদিন/এএম