মাদারীপুরের কালকিনিতে বৃষ্টির মধ্যে খালি ঘরে একা পেয়ে এক বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার রাতে ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত লিমন আকন পলাতক রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানান, রবিবার দুপুর বৃষ্টি থেকে রক্ষা পেতে পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের হেলাল আকনের কলেজ পড়ুয়া ছেলে লিমন আকন(২২) এক বাকপ্রতিবন্ধীর ঘরে আশ্রয় নেয়। এ সময় ঘর ফাঁকা থাকার সুযোগে ওই নারীকে ধর্ষণ করে লিমন। আশপাশের লোকজনে টের পেয়ে লিমন দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে ওই নারীকে উদ্ধার করে। খবর পেয়ে কালকিনি থানার ওসি (তদন্ত) নাসিরউদ্দিন এবং এসআই হাসিব মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধর্ষিতার মা জানান, আমার মেয়ের উপর এমন বর্বর অত্যাচার করার জন্য লিমনের বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাসান জানান, মেয়ের মা বাদী হয়ে লিমন আকনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তবে এই অভিযোগের ব্যাপারে এখনও লিমন বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/নাজমুল