মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাতার ফেরত আকলিমা বেগম (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর বাড়ি উপজেলাধীন ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামে। মৃত আকলিমা বেগম ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে। আজ সোমবার সকালে নিজ ঘর থেকে আকলিমার মহদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই আকলিমার স্বামী পারভেজ মিয়ার পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, আকলিমা কাতার থাকতেন। আর তার স্বামী থাকতেন দেশে। গত ১৫ জুলাই কাতার থেকে দেশে আসেন আকলিমা। দেশে এসে স্বামীর নিকট বিদেশ থেকে তার পাঠানো টাকার হিসেব নিয়ে প্রায়ই ঝগড়া হতো।
রবিবার রাতেও তাদের মধ্য ঝগড়া হয়। সোমবার সকালে আকলিমার মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন আকলিমার ঘরের দরজায় তালা দেয়া। তখন তিনি পেছনের রান্না ঘরের দিকে গিয়ে দেখেন বিছানায় আকলিমার লাশ পড়ে আছে। খবর পেয়ে গ্রামবাসী এসে তালা ভেঙ্গে লাশ বাইরে বের করে আনে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুুন কবির বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আকলিমার গলায় রক্ত জমাট দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আকলিমার স্বামী পারভেজকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল