কিশোরগঞ্জের মিঠামইন হাওরে মাছ ধরতে গিয়ে হোসেন আলী (২৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যান নিখোঁজ হয়েছেন। তিনি মিঠামইন পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলায়।
সোমবার বিকালে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর আগে একটি বক্স কালভার্টের নিচে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পর নিখোঁজের সংবাদ পেয়ে জেলা সদর থেকে চার সদস্যের একটি ডুবুরিদল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সম্ভব হলে রাতেই উদ্ধার অভিযান শুরু করা হবে।
বিডি প্রতিদিন/এএম