নড়াইলে ট্রাক ও মোটরসাইকেলের সংর্ঘষে মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী হাকিম মোল্যা (১৬) নিহত হয়েছেন। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাকিম মোল্যা সদরের ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মফিজুর মোল্যার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার মফিজুর মোল্যা তার ছেলে হাকিম মোল্যাকে নতুন মোটরসাইকেল কিনে দেয়। সোমবার বিকালে মোটরসাইকেলে যোগে তার বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া যাওয়ার সময় নড়াইলের গোবরা-নওয়াপাড়া সড়কের আগদিয়া চর এলাকায় নওয়াপাড়া থেকে আসা মালবাহি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত (ওসি-তদন্ত) মো. মাহমুদুর রহমান ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, ‘চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম