বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াছিন জোমাদ্দার (১৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজার সংলগ্ন খালে পড়ে সে নিখোঁজ হয়। ইয়াছিন জোমাদ্দার পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চরবলেশ্বর গ্রামের কৃষক নুরুজ্জামান জোমাদ্দারের ছেলে।
জানা গেছে, ইয়াছিন জোমাদ্দার সোমবার ইন্দুরকানি থেকে ট্রলারে করে কলা বিক্রির উদ্দেশে মোরেলগঞ্জের চেয়ারম্যান বাজারে যান। সেখানে একটি ব্রিজের সাথে ট্রলারের ধাক্কা লাগলে ইয়াছিন খালে পড়ে নিখোঁজ হন।
এ সম্পর্কে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, ইয়াছিন জোমাদ্দার ব্রিজের সাথে আঘাত পেয়ে খালে পড়ে নিখোঁজ আছেন। তাকে খুঁজে পাওয়ার জন্য খুলনা থেকে ডুবুরি দল রওয়ানা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ডুবুরিরা কাজ শুরু করবে।
বিডি-প্রতিদিন/শফিক