কিশোরগঞ্জে তরুণদের সংগঠন ‘সচেতন তারুণ্যের’ ব্যানারে আরবী নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে কিশোরগঞ্জ সদরে শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সচেতন তারুণ্যের আহ্বায়ক আশরাফ আলী সোহান।
সচেতন তারুণ্যের সদস্য সচিব সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ মাদ্রাসায়ে বাইতুল হিকমাহের প্রিন্সিপাল কে এম নাজিম উদ্দিন, হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় উপদেষ্টা আহসানুল্লাহ মুন্না ও সামিউল হাসান মিজান প্রমুখ।
আরবী নববর্ষের গুরুত্ব এবং এ বিষয় সম্পর্কে মুসলমানদের অবগত করার জন্যই মূলত সচেতন তারুণ্যের এই আয়োজন। ইতিমধ্যে বন্যার্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বিতরণ, শিক্ষা, উন্নয়ন ও বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশংসিত হয়েছে সচেতন তারুণ্য।
বিডি প্রতিদিন/এমআই