নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীর শাখা নদীতে সাঁতার দিয়ে পার হওয়ার সময় ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন ইমান আলী (৫০)। শুক্রবার দুপুর আনুমানিক ২ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর এলাকায়।
নিখোঁজ বৃদ্ধ পৌর সদরের চাঁচকৈড় শাহপাড়া মহল্লার খয়ের মোল্লার ছেলে। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পর্যবেক্ষণ করে রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমা’র নামাজ আদায় করে শ্বশুড় বাড়ি কালাকান্দর যাওয়ার জন্য কালাকান্দর ত্রি-মোহনী ব্রিজ এলাকায় পৌঁছায় আনুমানিক দুপুর ২ টার সময়। ত্রি-মোহনী ব্রিজ আত্রাই নদীতে অবস্থিত। চলনবিলে প্রবেশ করার জন্য আত্রাই নদীর একটি শাখা নদী বয়ে গিয়েছে কালাকান্দর-খুবজীপুর এলাকা দিয়ে। ইমান আলী এক হাতে ব্যাগ উচু করে ধরে অন্য হাত দিয়ে নদী পার হওয়ার জন্য সাঁতার দেয়। নদীর কিনারের কাছাকাছি যেতেই ইমান আলী ডুবে যায়। তখন স্থানীয়রা দেখতে না পেয়ে ইমান আলীকে খোঁজাখুঁজি করতে থাকেন।
গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা পর্যবেক্ষন করার পরে রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল