পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাজ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় সচেতন সমাজ এই সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, এলাকায় অনেকে মাদক গ্রহণের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এক ধরনের সামাজিক সংকট দেখা দিয়েছে। সংকট মোকাবিলায় প্রত্যেককে সচেতন থাকতে হবে।
ইউপি সদস্য শামসুল হক সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলিম উদ্দিন, ভজনপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুল খালেক, মাঝিপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহেদ আলী, কাজী শাহাবুদ্দিন কলেজের প্রভাষক নাজিম উদ্দিন, গিতাল গজ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উমের আলী অ্যাডভোকেট আহসান হাবিব, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার, আরডিআরএস এর ফেডারেশন চেয়ারম্যান তাজুল ইসলাম, স্থানীয় সমাজ সেবক রুহুল আমিন, ফজলে করিম প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল