শরীয়তপুরের চিকন্দিতে শিক্ষানবিশ আইনজীবী ওয়েদউজ্জামান খানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। আজ দুপুরে শহরের রাজগঞ্জ ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে নিহতের পরিবার, স্বজন ও এলাকার নারীসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট দুপুরে সদর উপজেলার চিকন্দিতে স্থানীয় আওয়ামী লীগের দুইগ্রুপে সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবী ওয়েদউজ্জামান খানকে কুপিয়ে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/এএ