রংপুর র্যাব ৩৫৯ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। শনিবার বিকেলে মিঠাপুকুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা হতে ৩৫৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোখলেছার রহমানের পুত্র মোঃ রাজিব মিয়া (২২), দুলাল মিয়ার পুত্র মোঃ মোসফেকুর রহমান (৩৮), জিন্না মিয়ার পুত্র মোঃ জাফরুল ইসলামকে (২৩) গ্রেফতার করে। তারা সকরৈই মিঠাপুকুর উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামিদের বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে।
বিডি প্রতিদিন/এএ