আগামী ৭ অক্টোবর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে খুশির আমেজে বরিশালের জেলে, মৎস্যজীবী, আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীরা। গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টির কারণে সাগর মোহনায় ধরা পড়ছে শত শত মণ ইলিশ।
আজ শুক্রবার বরিশালের পোর্ট রোড ইলিশ মোকামে এসেছে প্রায় ৮শ’ মণ ইলিশ। এর আগের দিনও এসেছিলো প্রায় সাড়ে ৭শ’ মণ ইলিশ। সরবরাহ বাড়লেও দাম কমেনি। পাইকারি বাজারে গতকাল এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ১শ’ ৭৫ টাকায়। যা খুচরা বাজারে ১ হাজার ২শ’ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
পোর্ট রোডের ইলিশ আড়ৎদাররা জানান, গত কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবং বৃষ্টির কারণে সাগর মোহনায় শত শত মণ ইলিশ ধরা পড়ছে।
আড়ৎদাররা আরও জানান, আজ স্থানীয় নদ-নদী আর সাগর মোহনা থেকে আহরিত প্রায় ৮শ’ মণ ইলিশ এসেছে বরিশাল মোকামে। একটি ট্রলারে সামুদ্রিক ইলিশ এসেছে প্রায় ৫০ মণ। এর আগের দিন বৃহস্পতিবারও প্রায় সাড়ে ৭শ’ মণ নদীর ইলিশ এসেছিলো মোকামে।
আড়ৎদার মো. ফরিদ উদ্দিন জানান, মোকামে ১ কেজি ২শ’ গ্রাম সাইজের প্রতি মণ ইলিশ ৪৯ হাজার, ১ কেজি সাইজ প্রতি মণ ৪৭ হাজার, রপ্তানিযোগ্য এলসি সাই (৬শ’ থেকে ৯শ’ গ্রাম) ৪০ হাজার এবং ভেলকা সাইজ (৪শ’ থেকে ৫শ’) ইলিশ প্রতি মণ ২৯ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। দীর্ঘ আকালের পর মোকামে গত কয়েকদিন ধরে কিছু পরিমাণ ইলিশ আসছে বলেও তিনি জানান।
নগরীর চৌমাথা বাজারের খুচরা মাছ ব্যবসায়ী নুরু সিকদার জানান, চৌমাথা বাজারে ১ কেজি ২শ’ গ্রাম সাইজের একটি ইলিশ ১ হাজার ৩শ’ ৫০ টাকা, কেজি সাইজের একটি ইলিশ ১ হাজার ২শ’ ৫০ টাকা এবং এলসি সাইজের একটি ইলিশ ১ হাজার টাকা দরে খুচরা বিক্রি হয়েছে।
বরিশাল জেলা মৎস্য দপ্তরের কমকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, গত কয়েকদিন বৃষ্টির কারণে সাগর মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। তবে সাগরের ইলিশ আসছে কম। আগামী ৭ অক্টোবর মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে নদী ও সাগরে আরও ইলিশ পড়বে বলে তারা আশা করছেন। ইলিশ আহরণ বাড়লে দামও নিয়ন্ত্রণে আসবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/নাজমুল