বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোছা. শাহনাজ পারভীন (৫৩) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের স্বামী স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন (৫৮) আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা সরকার গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন তার স্ত্রী শাহনাজ পারভীনকে নিয়ে মোটরসাইকেল যোগে শেরপুর শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর বাজার নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে আরোহী শাহনাজ পারভীন মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর চালক স্বামী আনোয়ার হোসেন আহত হন। বাজারের একটি সেবা কেন্দ্রে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ওই কাভার্ডভ্যানটি চিহ্নিত করে চালক-হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। সেই সঙ্গে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে নিহতের স্বজনরা জানান, স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে শাহনাজ পারভীন তার অসুস্থ মাকে দেখতে বাবার বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু তিনি নিজেই সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন। দুর্ঘটনায় আহত স্বামী আনোয়ার হোসেন সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর