ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি আবুল হাসেম সরকারকে বৃহস্পতিবার রাতে অপহরনকৃত এক নারীসহ আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
জানা যায়, ভরাডোবা ইউনয়ন আওয়ামী লীগ সভাপতি ওয়াইজ উদ্দিন মেম্বারের ছোট ভাই ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি আবুল হাসেম (৪৩) গত ১৫ সেপ্টেম্বর হালুয়াঘাট উপজেলার ধারা বাজার গ্রামের নূরে আলমের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নূরে আলম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে ভালুকা মডেল থানার এস আই কাজল অভিযুক্ত আবুল হাসেমকে নূরে আলমের স্ত্রীসহ পৌরসভার জ্ঞানের মোড়ের একটি বাসা থেকে আটক করে ।
অপহরনকৃত নারীর স্বামী নূরে আলম জানান, আমি হাসিমদের বাড়ির পাশে ভাড়া থেকে সিমা স্পিনং মিলে সিকিরউিটি গার্ডে চাকুরী করতাম। আমার স্ত্রীকে হাসিম ফুসলিয়ে স্বর্ণাংকার নগদ অর্থসহ ৮ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করার জন্য হাসিমকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ