পটুয়াখালীর কলাপাড়ায় ৬৫৫ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো- রহিমা বেগম (৩৭) ও খোদেজা (৩২)। বৃহস্পতিবার রাতে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে মৎস্য বন্দর আলীপুরের একটি ভাড়া বাসা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে। তারা দুই আপন বোন কক্সবাজারের উত্তর নুনিয়াছড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম