গাজীপুরের শ্রীপুরে পড়ালেখায় বাবার অসম্মতি প্রকাশ করায় অভিমানে নাজিম মোল্লা নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামের কাজিম উদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাজিম মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বেথুড়ী গ্রামের পান্নু মোল্লার ছেলে। সে কাজিম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে পাশ্ববর্তী একটি কারখানায় কোয়ালিটি পদে চাকরি করতো।
যুবকের চাচা হুমায়ুন আহমেদ জানান, নাজিম মোল্লা অত্যন্ত মেধাবি ছিল। সে পড়ালেখায় বেশ আগ্রহী ছিল। মাস দুয়েক আগে তার বাবা তাকে লেখা না করানোর কথা জানায়। এতে সে বিমর্ষ হয়। পরে তাকে চাকরি করানোর জন্য গাজীপুরে তার কাছে পাঠানো হয়। সে তাকে শ্রীপুরে চাকুরির ব্যবস্থা করে দেন। পড়ালেখা না করানোর কারণে সে আত্মহত্যা করেছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, স্বজনদের সাথে কথা বলে জানা গেছে নাজিম পড়ালেখা করতে চাচ্ছিল, কিন্তু পরিবার তাতে অসম্মতি জানিয়েছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে একারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম