বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চেীধুরী বলেছেন, আওয়ামী লীগে কোন রাজনীতি নেই। আওয়ামী লীগের রাজনীতি হাইজ্যাক হয়ে গেছে। এদের রাজনীতি হাইজ্যাক করছে কিছু গোষ্ঠী যারা এখন এই দেশকে চালাচ্ছে। আমরা শীঘ্রই আন্দোলনের রুপ রেখা ঘোষণা করবো। সেই রুপরেখা অনুযায়ী আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।
তিনি শুক্রবার বিকেলে কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকি এবং উপজেলা যুবদলের সদস্য মহিউদ্দিন রাজুর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জের স্টেডিয়াম প্রাঙ্গনে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি প্রশাসনের কাছে অবিলম্বে বরকত উল্যার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
তার আগে চৌমুহনী পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে উপজেলা জেলার
বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে মিছিলে মিছিলে এসে সমাবেশ জন সমুদ্রে পরিনত হয়।
উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর
রহমান আবেদ এর পরিচালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দীয় কমিটির ভাইস চেয়ারম্যান
মোঃ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, জয়নুল আবেদিন ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, উপজেলা বিএনপির সহসভাপতি ওমর শীরফ মোঃ ইমরান সানিয়াত প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ