নাটোরের বড়াইগ্রামের জোনাইল চৌমুহান গ্রামের ২৫ বছর বয়সী এক যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার ভোরে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। মৃত ওই যুবকের নাম হাফিজুর রহমান। সে ওই গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সে ঢাকায় একটি প্রাইভেট চাকরি করতো ও তেজকুনিপাড়ায় ভাড়া বাসায় থাকতো। গত শুক্রবার বিকেলে আকস্মিক সে জ্বরে আক্রান্ত হয়। শনিবার টেস্ট করানোর পর ডেঙ্গু পজিটিভ আসে। পরে বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে প্রথমে বিআরবি হাসপাতালে ও অবস্থার অবনতি হলে পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ