ভোলায় স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এনামুল নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। আজ সন্ধ্যায় শহরের জেলা পরিষদ পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় নিয়ে গেছে। আহত ব্যক্তি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোলা থানার ওসি শাহীন ফকির জানান, তিনি সপরিবারে জেলা পরিষদ এলাকায় ঘুরতে আসেন। এসময় বখাটেরা তার স্ত্রীকে উত্যক্ত করে। প্রতিবাদ করায় বখাটেরা তাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম