গাজীপুরের টঙ্গীতে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে ৪৭নং ওয়ার্ডের সিলমুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চরকমড় ভাঙ্গা গ্রামের আব্দুর বারেকের স্ত্রী রওশন আরা (৪৮) ও তার ছয় মাস বয়সী নাতনি রাইসা ইসলাম।
এ ঘটনায় শিশু রাইসার মা রিতা আক্তার ও ইজিবাইকের চালক রুবেল গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেন। এঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল চারটার সময় শিশু মেয়ে রাইসাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা শেষে ইজিবাইক যোগে বাসায় ফিরছিলেন তারা। এ সময় টঙ্গী-কালীগঞ্জ সড়কের সিলমুন এলাকার পৌঁছলে কালীগঞ্জগামী একটি সিমেন্ট মিক্সারিং ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নানি ও নাতির মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত শিশুটির মা রিতাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও ইজিবাইক চালক রুবেলকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।
বিডি-প্রতিদিন/শফিক